১০ হাজার ডলারের বেশি নগদ অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না রাশিয়ার কোনো নাগরিক। এমন নির্দেশনা দিয়ে ডিক্রি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২ মার্চ) থেকেই কার্যকর করা হয় নতুন এই আদেশ। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে স্থানীয় মুদ্রা রুবলের দরপতন হয়েছে ব্যাপক হারে। প্রতিদিনই বাড়ছে এই হার। এছাড়া সুইফট থেকে বিভিন্ন রুশ ব্যাংককে বাদ দেয়ায় বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়তে পারে দেশটি। তাই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।