সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। নিরাপত্তার শঙ্কায় এরপর আর দেশটিতে সফর করেনি অজিরা। দীর্ঘ ২৪ বছর পর এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পকিস্তানে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। পাকিস্তানে পা রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছেন প্যাট কামিন্স। অজিদের লাল বলের অধিনায়কের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রশংসাও শোনা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচ না খেলেই পাকিস্তান থেকে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড দল। এরপর সফর বাতিল করেছে ইংল্যান্ডও। তাই পাকিস্তানের মাটিতে ক্রিকেট নিয়ে আবারও শঙ্কা জাগে। তবে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে। আর এরই মধ্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া দলও। অজিরা সফরে আসার আগে তাদের বেশ কিছু ক্রিকেটার নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছিল। তবে পিসিবি বারবারই তাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দেয়ার আশ্বাস দিয়েছে। তারা চেষ্টাও করছে। এখনও পর্যন্ত পিসিবির নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট অজিরা। কামিন্স বলেন, ‘আমি পুরোপুরি নিরাপদ বোধ করছি। পিসিবি খুব ভালোভাবে আমাদের দেখা-শোনা করছে। এখানে আসার পর যথেষ্ট নিরাপত্তা ছিল। আমরা বিমান থেকে সোজা হোটেলে চলে এসেছি।’ অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার এই করোনা মহামারির সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারত সফর করেছেন। তাই মহামারীর সময়ে এই অঞ্চলের পরিবেশ সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে। এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি। আমরা ম্যাচ এবং প্রশিক্ষণ ছাড়া হোটেলের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আমরা ভারতের মতো জায়গায় গিয়েছি যেখানে, আপনি খুব বেশি হোটেলের বাইরে যেতে পারেন না। তাই আমরা এটিতে অভ্যস্ত।’