মেধাবী ও পরিশ্রমী একজন তরুণ আলেম। বিনয়ী, সফল ও প্রতিভাবান লেখক-গবেষক হুসাইন মুহাম্মদ নাঈমুল হক।প্রাঞ্জল আরবী ভাষায় গুছিয়ে কথা বলেন। শব্দ চয়নে দারুণ। কাতার ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী। কাতার ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত ভাইয়ের (الحرام لا يتعدى إلى ذمتين) কিতাবের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল আজ। কিতাবটি মূলত নাঈম ভাইয়ের মাস্টার্সের থিসিসের বিষয়। থিসিসের মুনাকাশার (পর্যালোচনার) পুরোটা সময় নাঈম ভাইয়ের সাথে ছিলাম। আজকে কাতারের বই মেলায় এই কিতাবের মোড়ক উম্মোচন অনুষ্ঠান। ভাইয়ের সফলতার জন্য দোয়া করেছি। নাঈম ভাইকে আমি সবসময় অনুসরণ করি। তার কাছে ইলমী বিভিন্ন পরামর্শ নিই। ছোটরা বড়দের পরামর্শে চলবে— এটা ইলমে নববীর শিক্ষা। আল্লাহর জন্য তাকে মুহাব্বত করি। বইমেলায় নাঈম ভাইয়ের আরও দুইটি বই এসেছে। (في ضفتي نهر ناف- معالم في طريق العلم যারা আগ্রহী তারা কাতারের বইমেলায় পাবেন।(স্টল-H5-93/ H2-55) আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।