সাভারে বিএনপির কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের দাবি বিএনপির নেতাকর্মীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে তাদের দুই পুলিশ সদস্য আহত হন। এদিকে বিএনপির দাবি পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর বাস ভবনে সমাবেশ করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সমাবেশ শেষে রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ওঠে। এসময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সরে যেতে বললে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে৷ পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুজনকে আটক করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেলে রুহুল কবির রিজভী ঢাকায় ফিরে যান।