ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে যোগদানের আনুষ্ঠানিক আবেদনে স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এ আবেদনে স্বাক্ষর করেন তিনি। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি নিজেই তার এ সংক্রান্ত আবেদনে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসি জানিয়েছে, জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নকে একটি বিশেষ পদ্ধতির আওতায় অবিলম্বে ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে রাশিয়ার আগ্রাসন থেকে তার দেশকে রক্ষা করা যায়। আনুষ্ঠানিক আবেদনে স্বাক্ষরের আগে এক ভিডিও বার্তায় ৪৪ বছরের জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে সব ইউরোপীয়ানদের সঙ্গে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সমতায় থাকা। আমি নিশ্চিত এটাই ন্যায্য এবং এটা সম্ভব।’ জেলেনস্কি জানান, মস্কোর আগ্রাসনের চার দিনে ১৬ শিশু নিহত হয়েছে এবং আরও ৪৫ জন আহত হয়েছে। ইউক্রেনের প্রতিরোধকামী জনতাকে তিনি বীর হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা পৃথিবীকে দেখিয়েছে তারা কারা। আর রাশিয়া দেখিয়েছে তারা কী হয়ে উঠেছে।’ সূত্র : রয়টার্স ও বিবিসি