গাজা উপত্যকা থেকে কয়েকজন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি গুপ্তচরকে আটক করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নিরাপত্তা বিভাগ। দৈনিক আল-কুদস শনিবার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাজা প্রশাসনের নিরাপত্তা সংস্থাগুলো ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্কে বড় ধরণের আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরাইলের কয়েক জন গুপ্তচর এখন প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক রয়েছে। দুই মাস আগে এই ঘটনা ঘটলেও নানা কারণে তা তখন প্রকাশ করা হয়নি। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্কে আরও বড় ধরণের আঘাত হানার লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও ঐসব সূত্র জানিয়েছে। তারা বলছে, গাজার প্রতিরোধ সংগঠনগুলোর কৌশলের কারণে দখলদারদের নেটওয়ার্কে ব্যাপক অবিশ্বাস-অনাস্থা সৃষ্টি হয়েছে এবং তা বহু দিন অব্যাহত থাকবে। ইহুদিবাদী ইসরাইল সব সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে। এর মাধ্যমে তারা ফিলিস্তিনি সংগ্রামীদের নানা তৎপরতা সম্পর্কে খোঁজ-খবর রাখে এবং আবাসস্থল চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালায়।# পার্সটুডে