কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি আজ (সোমবার) আরও বলেছেন, ইউক্রেনে চলমান সামরিক উত্তেজনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের ওপর দোহা গুরুত্ব দেয়। ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংকটে শক্তি প্রয়োগের বিরোধিতা করছে দোহা। এদিকে, আরব লীগের উপপ্রধান হিশাম জাকি ইউক্রেন সংকট প্রসঙ্গে বলেছেন, সব পক্ষকে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। আরব লীগের জরুরি বৈঠকের পর তিনি এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, বর্তমানে আমরা সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। বিশ্বের সব দেশ ও সংস্থার উচিৎ সংকট আরও জটিল হওয়ার আগেই আলোচনায় বসা। কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। গত কয়েক দিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বেলারুশে আজ দুই পক্ষের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চলছে। পার্সটুডে