যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় মোট ৫ হাজার ৯৪২ জনকে আটক করেছে রাশিয়ার প্রশাসন। পর্যবেক্ষণ সাইট ওভিডি-ইনফো এ তথ্য জানিয়েছে বলে সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। ওভিডি-ইনফোর সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সারা দেশের ৫৭টি শহরে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ২ হাজর ৮০২ জনকে আটক করা হয়। এর মধ্যে শুধু মস্কোতেই ১ হাজার ২৭৫ জনকে আটক করা হয়েছে। তবে, এখনো পর্যন্ত সোমবার বিক্ষোভের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাশিয়ার তদন্ত কমিটি সতর্ক করে বলেছে, যে কোনো ধরনের যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অবৈধ।