ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠার অভিযোগে চীনের আরও ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। সোমবার ভারতের ইলেকট্রনিক্সস অ্যান্ড ইনফরমেশন মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ২০২০ এর জুন থেকে এ পর্যন্ত টিকটক, শেয়ারইট, বিগো লাইভ, হেলো, ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, উইচ্যাট, লাইকি, ইএস ফাইল এক্সপ্লোরার ও এমআইসহ প্রায় ২২৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। নতুন করে বন্ধ করা অ্যাপের মধ্যে আছে- সেলফি ক্যামেরা, সুইট সেলফি এইচডি, সেলসফোর্স এন্ট, আইসোল্যান্ড ২: অ্যাশেজ অব টাইম লাইট, ইকুয়ালাইজার অ্যান্ড বাজ বুস্টার, অনমিয়োজি চেস, অনমিয়োজি এরিনা, টেনসেন্ট জারিভের, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট ও ভিভা ভিডিও এডিটর। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর মধ্যে কিছু অ্যাপ ব্যবহারকারীর সম্মতি ছাড়াই চীনভিত্তিক ডেটা সেন্টারগুলোতে সরাসরি ব্যবহারকারীর তথ্য পাঠাত।