চট্টগ্রামে একদিনের ব্যবধানে ফের করোনায় আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ৬ দশমিক ৩১ শতাংশ। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদেনে এমন তথ্য উঠে এসেছে। তথ্য মতে, এদিন অ্যান্টিজেন টেস্টসহ সরকারি-বেসরকারি ১৫টি ল্যাবে ২ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষায় করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ১৩৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৪৯ জন। আক্রান্ত যাওয়ার বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সংক্রমণের হার কিছুটা বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামনে সংক্রমণের হার কমে আসছে। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৫ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সর্বমোট মহানগরে ৯১ হাজার ২৪৬ জন এবং বিভিন্ন উপজেলার রোগীর সংখ্যা ছিল ৩৪ হাজার ২৫৬ জন।