বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি টিএইচ খান মারা গেছেন। গতকাল কল্যাণপুরের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ১০২ বছর। বিচারপতি টিএইচ খানের ছেলে আইনজীবী আফজাল এইচ খান সাংবাদিকদের জানান, আজ (গতকাল) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মারা যান বিচারপতি টিএইচ খান। আগামীকাল (আজ) সুপ্রিম কোর্টে তার জানাজা অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে ৬ জানুয়ারি বাসায় নেয়া হয় টিএইচ খানকে। ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন দেশবরেণ্য এ আইনবিদ। তিনি আইন পেশায় যোগ দেন ১৯৪৭ সালে। আইন পেশা ছাড়াও তিনি শিক্ষকতাও করেছেন। বিচারপতি টিএইচ খান পাবনা এডওয়ার্ড কলেজ, জগন্নাথ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন ও আইন বিষয়ে অধ্যাপনা করেছেন।