চট্টগ্রামে কভিড সংক্রমণের হার বাড়ছে। গতকাল চট্টগ্রাম জেলায় আক্রান্ত হয়েছে ৫৫০ জন। আক্রান্ত শনাক্তের এ সংখ্যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এ সময় ১ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ৩৬২ জন নগরীর এবং ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। গত শনিবার চট্টগ্রামে কভিডে আক্রান্ত হয় ২৩৯ জন। এ হিসেবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্ত বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত বছরের ১৩ আগস্ট চট্টগ্রামে ৬১৬ জন কভিডে শনাক্ত হয় এবং মারা যায় আটজন। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চট্টগ্রামে ১৫টি হাসপাতালে এবং অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এসব নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে অ্যান্টিজেন টেস্টে ২৫০টি নমুনা পরীক্ষা করে ২৩৮ জনই কভিড পজিটিভ হয়েছে।