কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) পাঁচটি বাজেট ফোন উন্মোচন করেছে নকিয়া। চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে সে ফোনগুলো। স্মার্টফোন বাজার থেকে এলজির সরে আসার পরিপ্রেক্ষিতে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে, তা পূরণে এ বাজেট ফোনগুলো ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সিইএস সম্মেলনে নতুন স্মার্টফোন নিয়ে ঘোষণা নতুন কিছু নয়। তবে এবারের সিইএসে ব্যয়বহুল অ্যান্ড্রয়েড আর আইওএস ডিভাইসের ভিড়ে নকিয়ার উপস্থিতিকে বলা যেতে পারে স্রোতের বিপরীতমুখী, একসঙ্গে সাশ্রয়ী দামের নতুন পাঁচটি ফোন দেখিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাজারে এর একটিরও দাম ২৫০ ডলারের বেশি হবে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। নকিয়ার নতুন পাঁচ ফোনের মধ্যে একটি ফাইভজি, তিনটি ফোরজি ও একটি ফিচার ফোন রয়েছে। নতুন ফোনগুলোর মধ্যে ফাইভজি সক্ষমতার জি৪০০-এর দাম নির্ধারণ করা হয়েছে ২৩৯ ডলার। ফোরজি নকিয়া জি১০০ ও সি২০০-এর দাম যথাক্রমে ১৪৯ ও ১১৯ ডলার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এ স্মার্টফোনগুলো। বাজারে আসবে গ্রীষ্মের শুরুতেই। সাশ্রয়ী দামের স্মার্টফোন গুলোর মধ্যে দামের হিসাবে আরো নিচের দিকে আছে ফোরজি নকিয়া সি১০০ ও নকিয়া ২৭৬০ ফ্লিপফোন। যথাক্রমে ৯৯ ও ৭৯ ডলার দামে বিক্রি হবে ফোন দুটি। বাজারে উন্মোচনের কথা রয়েছে মার্চের মধ্যেই। পুরনো অনুগত গ্রাহকদের লক্ষ্য করে নকিয়া আনতে যাচ্ছে এ ২৭৬০ ফ্লিপ ফোনটি। ২০০৭ সালের জনপ্রিয় ২৭৬০ ফিচার ফোনের নকশায় আনা হচ্ছে এ ফোন। এতে গুগল ম্যাপসসহ বিভিন্ন স্মার্টফোনের সুবিধা থাকছে। সাশ্রয়ী দামের পাঁচ ফোন প্রসঙ্গে নকিয়া ফোনের নির্মাতা ‘এইচএমডি গ্লোবাল’-এর প্রধান নির্বাহী ফ্লোরিয়ান সিচে বলেন, গবেষণা বলছে, বাজেটের মধ্যে সেরা সেলফোন খুঁজছেন ক্রেতারা, যাতে বড় ডিসপ্লে, দীর্ঘায়ু ব্যাটারি ও সর্বোন্নত ক্যামেরা থাকবে এবং এর সবগুলোই থাকছে নকিয়ার সাশ্রয়ী ফোনগুলোয়।