শাহজালাল বিমানবন্দরে চীন থেকে এসেছিল একটি কুরিয়ার। পণ্যটির গায়ে লেখা ছিল গার্মেন্টস অ্যাক্সেসরিজ। এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের আড়ালে দেশে আনা হয়েছিল ১১ কেজি স্বর্ণ। রবিবার দুপুরে সেই স্বর্ণের চালানটি কুরিয়ার থেকে তুলে নিয়ে পালাচ্ছিল দুই ব্যক্তি। ঠিক সেই সময়ে অভিযান চালায় এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা সদস্যরা। এ সময় হাতেনাতে আটক করা হয় দুই ব্যক্তিকে। তারা হলেন, ফিরোজ আলম (২৫) ও মোহাম্মদ নিয়াতুল্লাহ (৪০)। এই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত পণ্যের মূল্য প্রায় ৮ কোটি টাকা। সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ জানান, দুপুরের দিকে দুই ব্যক্তি কুরিয়ার থেকে তুলে পালিয়ে যাচ্ছিলেন। চীন হতে গার্মেন্টস অ্যাক্সেসরিজের আড়ালে অবৈধভাবে আমদানি করার পর ডেলিভারি গেট থেকে তারা স্বর্ণের চালানটি তুলেছিলেন। এ সময় তারা গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওযার চেষ্টা করে। কিন্তু অবশেষে তাদের ধরা পড়তে হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বান্ডিল খুলে ১৬ টি করে মোট ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৭১২ গ্রাম (প্রতিটি ১১৬ গ্রাম করে)।