ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনায় প্রস্তুত রয়েছেন। শনিবার জেলনস্কির প্রেস সেক্রেটারি সের্গেই নিকোফোরভ এ কথা বলেন। ফেসবুকে নিকোফোরভ লেখেন, আমরা আলোচনা করতে অস্বীকার করেছি— কথাটির প্রতিবাদ জানাচ্ছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনায় প্রস্তুত ছিল এবং আছে। এটি আমাদের স্থায়ী অবস্থান। আমরা রাশিয়ার প্রেসিডেন্টের প্রস্তাব গ্রহণ করেছি। জেলেনস্কির প্রেস সেক্রেটারি জানান, কখন ও কোথায় এ আলোচনা হবে সে বিষয়ে কথাবার্তা চলছে। যত দ্রুত আলোচনা শুরু হবে তত দ্রুত দেশে স্বাভাবিক জীবন হওয়ার সম্ভাবনা তৈরি হবে।