আজীবন ভিক্ষা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের ক্যানাল ইস্ট রোডের ভাঁড়পট্টির বাসিন্দা সুধীর দত্ত। মৃত্যুর পর তাঁর প্রচুর পরিমাণ সম্পদের খবর বেরিয়ে এসেছে। অবশ্য তাঁর ছেলেরা বিষয়টি আরো চার বছর আগেই জানতে পেরেছিলেন। বাবাকে ভিক্ষাবৃত্তি ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন দুই ছেলে। মারা যাওয়া ওই ভিক্ষুকের নামে পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বেশ কিছু টাকা। দুটি বেসরকারি ব্যাংকে ‘ফিক্সড ডিপোজিট’ রয়েছে। জীবন বীমা এবং ডাকঘরের সঞ্চয়ও আছে। এ ছাড়াও বাড়িতে নগদ ১৫ হাজার টাকা, তিনটি সোনার আংটি এবং একটি স্মার্টফোন পাওয়া গেছে! সব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। এত টাকা থাকার পরেও তিনি ভিক্ষা করতেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ওই সম্পদ তিনি গড়েছেন শুধু ভিক্ষা করেই।