রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে মস্কোর স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া প্রতিবেশী দেশটির ওপর ‘রশিয়ার আক্রমণের সূচনা’ বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার সংক্ষিপ্ত ভাষণে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া এবং উভয় অঞ্চলে তথাকথিত শান্তিরক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। বাইডেন বলেন, রাশিয়া যদি এই আগ্রাসন নিয়ে আরও অগ্রসর হয়, আমরা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোরালো প্রতিক্রিয়ার দাবি রাখে। বাইডেন বলেন, রাশিয়ার সোভারেইন ডেবটের পাশাপাশি দেশটির সামরিক ব্যাংকসহ দুটি বড় আর্থিক প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করা হয়েছে।