ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত ও বাংলাদেশ এখন অন্যান্য নদ-নদীর জন্য চুক্তি চূড়ান্ত করতে এবং নদীর বাঁধের ক্ষেত্রে ও নদীর লবণাক্ততা মোকাবিলায় সর্বোত্তম অনুশীলন বিনিময় করার লক্ষ্যে কাজ করছে। দু’দেশের মধ্যে অভিন্ন ৫৪টি নদ-নদী রয়েছে, যা আমাদের সম্পদ এবং দায়িত্বের অংশ। গঙ্গার পানিবণ্টনের ঐতিহাসিক চুক্তি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সোমবার সিমলায় ১০তম ভারত-বাংলাদেশ মৈত্রী বৈঠকে এ কথা বলেন হর্ষ বর্ধন শ্রিংলা। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা, কূটনীতিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা রয়েছেন।