চলতি বছরের মাঝামাঝিতে গ্রীষ্মকালীন ছুটির ফ্লাইট আরো কমিয়ে আনছে আমেরিকান এয়ারলাইনস। বোয়িংয়ের নতুন ওয়াইডবডির উড়োজাহাজ সরবরাহ পেতে বিলম্ব হওয়ায় এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। সম্প্রতি আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, প্রতিষ্ঠানটি অস্থায়ীভাবে সিয়াটল ও লন্ডন, লস অ্যাঞ্জেলেস ও সিডনি এবং ডালাস ও চিলির সান্তিয়াগোর মধ্যকার পরিষেবা বন্ধ করে দেবে। পাশাপাশি ডালাস ও তেল আবিবের মধ্যকার ফ্লাইট চালুর সিদ্ধান্তও পিছিয়ে দিয়েছে সংস্থাটি। আগামী জুন থেকে এ ফ্লাইট চালুর কথা ছিল। এছাড়া মিয়ামি ও সাও পাওলোর মধ্যকার ফ্লাইটগুলোও দিনে একবার কমিয়ে দেয়া হবে। এয়ারলাইনসটি জানিয়েছে, চলতি বছর ১৩টি নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল। তবে সেগুলোর মধ্যে ১০টি উড়োজাহাজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বাকিগুলো আগামী বছর পাওয়া যাবে। সরবরাহ বিলম্বের কারণে বোয়িং ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইনস। উৎপাদন ত্রুটির কারণে ৭৮৭এস সরবরাহ করতে পারছে না মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছরের গ্রীষ্মে ২০১৯ সালের তুলনায় ৮৯ শতাংশ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছিল সংস্থাটি। তবে এ লক্ষ্যমাত্রা এখন ৮০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পর্যাপ্ত উড়োজাহাজ না থাকায় ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনছে সংস্থাটি। পাশাপাশি প্রাগসহ ২০১০ সালের গন্তব্যগুলোয় আর ফ্লাইট চালু করবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।