ব্যবহারকারীদের সুবিধা দিতে নতুন আপডেট আনছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপটি ফেসবুকের মতো কভার ছবি দেওয়ার সুবিধা আনছে। সম্প্রতি ফিচারটি হোয়াটসঅ্যাপের ডেভেলপমেন্ট ট্র্যাকার ওয়েবিটাইনফোতে দেখা গেছে। ওয়েবিটাইনফো জানায়, ফিচারটি চালু হলে ব্যবহারকারী নিজের ইচ্ছামতো ছবি কভার ফটো হিসেবে দিতে পারবে। ওয়েবিটাইনফোর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, ব্যবহারকারীর সেটিংসে একটি ক্যামেরা বাটন চালু করার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি ছবি নির্বাচন করতে পারবেন বা একটি নতুন ছবি তুলে কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন। যখন কন্টাক্ট লিস্টের অন্য কোনও ব্যবহারকারী একজনের প্রোফাইল দেখতে যাবেন, তখন তিনি তার প্রোফাইল ছবির সঙ্গে কভার ছবি ও স্ট্যাটাস দেখতে পারবেন। কভার ছবি সেট করার সুযোগটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টের জন্য তৈরি করা হচ্ছে।