পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, সাংবাদিকরা দেশের বিরুদ্ধে লবিস্ট হয়ে কাজ করছে। সোমবার দুপুরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের কার্ডিয়াক সেন্টার উদ্বোধনকালে সার্চ কমিটি গঠন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, মালেশিয়াতে গ্রেপ্তার হওয়ায় সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে নিয়ে কাজ করছে সরকার তাকে আইনের আওতায় আনা হবে। বিএনপিকে নির্বাচনের পথে আসতে হবে, পেছনের দরজায় দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। মন্ত্রী বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে। তারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। সম্প্রতি ব্রিটিশ হাইকমিশনারের ২০২৩ সালের অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে করা মন্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের খবর দেশের মিডিয়া অতি উৎসাহী হয়ে ফলাও করে প্রচার করে, যা দুঃখজনক বাংলাদেশ তার গতিতে এগিয়ে যাচ্ছে।