শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আমিরাত সফরকালে প্রবাসীদের নানা সমস্যারও সুরাহা হবে বলে আশা করা হচ্ছে। এ সফরের আগে বেশ কিছু চুক্তি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সংযুক্ত আরব আমিরাতে সময় সংবাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঁচ দিনের সফর শেষ হয় গতকাল রোববার। এ সফর প্রসঙ্গে তিনি সময় সংবাদকে বলেন, প্রধানমন্ত্রী অচিরেই আরব আমিরাত সফর করবেন। গত বছর বাংলাদেশের সঙ্গে দেশটির একাধিক দ্বীপক্ষীয় চুক্তি হয়েছিল, যেগুলোর অধিকাংশ এখনো বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রীর এবারের সফরে চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের পথ দেখবে বলেও জানান তিনি। এসব চুক্তির মধ্যে বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি অন্যতম বলে জানান মন্ত্রী।