রাত-দিন ২৪ ঘণ্টা চলছে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের নির্মাণকাজ। দ্রুত বাস্তবে রূপ পেতে যাচ্ছে টার্মিনাল ভবন। ইতোমধ্যে ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের টার্মিনাল ভবনের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনালটির নির্মাণকাজের জন্য নির্ধারিত সময় ৪ বছর। ৩ তলা টার্মিনাল ভবনটির নকশা করেছেন স্থপতি রোহানি বাহারিন। তিনি সিপিজি করপোরেশন (প্রাইভেট) লিমিটেডের (সিঙ্গাপুর) স্থপতি। সরেজমিনে দেখা গেলো, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলছে তিন নম্বর টার্মিনালের নির্মাণকাজ। করোনা মহামারির জন্য স্বাস্থ্যবিধির বিষয়েও রয়েছে বিশেষ সতর্কতা। একদিকে টার্মিনাল ভবনের মূল কাঠামো নির্মিত হচ্ছে, অন্যদিকে যে অংশের অবকাঠামো হয়ে গেছে সেখানে চলছে পানি, বিদ্যুৎ, ফায়ার হাইড্রেন্ট, এসিসহ অন্যান্য কার্যক্রম।