ভারত আন্তর্জাতিক রীতি-নীতি লঙ্ঘন করে কাশ্মীরিদের ওপর নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞ চালাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে ভারতীয় বাহীনি। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর থেকে ২০২২ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত ভারতীয় বাহিনীর গুলিতে উপত্যকাটির ৪৩৯ জন স্বাধীনতাকামী নিহত হয়েছে। জানুয়ারিতেই গুলিতে ২২ জন নিহত হয়েছে। তিনি বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে হত্যার জন্য প্রত্যক্ষ ভাবে ভারত দায়ী। বাংলাদেশের জনগন কাশ্মীরের অধিকার বঞ্চিত মজলুম মানুষের পাশে আছে ও থাকবে। ভারতীয় সরকার কর্তৃক কাশ্মীরে মুক্তিকামী নারী পুরুষ ও শিশুদের ওপর নিপীড়ন ও গণহত্যা বন্ধ করতে জাতিসংঘের হস্তক্ষেপ জরুরী। তিনি স্বাধীনতাকামী কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ পুনঃবহাল করে বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়ার দাবী জানান। আজ শুক্রবার সন্ধায় দলীয় কার্যালয়ে কাশ্মীরি সংহতি দিবসে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত সংহতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, মুসলিম লীগ মহাসচিব এডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী ও ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।