বাগেরহাটের মোল্লাহাটে ভুয়া দলিল দেখিয়ে জমি দখল করলেও সেই দখল ছেড়ে দিতে বলে ভূমি অফিস। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে জমির মালিকসহ সংখ্যালঘু পরিবারের ওপর হামলা করে অভিযুক্ত সাহেব আলী শরীফ। এ সময় নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দশরাত বাড়ৈ (৫২), পলাশ ভৌমিক (৫০), অঞ্জনা ভৌমিক (৪০) ও দেবাশীষ ভদ্র (৩৬)। উপজেলার ঘোড়াদাইড় গ্রামে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, উপজেলার ঘোড়াদাইড় গ্রামের কার্ত্তিক ভদ্রর ১৩ শতাংশ ফসলি জমি একই এলাকার সাহেব আলী শরীফ ভুয়া দলিল মূলে পাঁচ-ছয় মাস পূর্বে দখল করে। ওই সময় কার্ত্তিক ভদ্র মোল্লাহাট থানা ও ভূমি অফিসে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে ভূমি অফিস কর্তৃক কাগজপত্র পর্যালোচনায় সাহেব আলী শরীফের দলিল ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে ওই জমির দখল ছেড়ে দিতে বলা হয়। এরপর কর্ত্তিক ভদ্রর ঘনিষ্ঠজনরা ওই জমির পাকা সরিষা তুলতে গেলে ভূমি অফিসের সিদ্ধান্ত অমান্য করে সাহেব আলী শরীফের নেতৃত্বে ছয়-সাতজন তাদের ওপর হামলা করে। এতে কমপক্ষে পাঁচজন আহত হন। স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল ইসলাম মোল্লা বলেন, আহতের জমি ভুয়া দলিলের মাধ্যমে জোর করে দখল করেছে সাহেব আলী শরীফ। তাকে ওই জমি ছেড়ে দিতে বললেও তিনি সেটি অমান্য করে হামলা করেছেন। এ বিষয়ে সাহেব শরীফের ছেলে আরমান শরীফ জানান, জমি থেকে আমার রোপণ করা সরিষা তুলছিল তারা, পরে আমি ধাওয়া দিলে তারা বাড়িতে চলে যায়। হামলার এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।