বসফরাস প্রণালীর ওপর চাপ কমাতে নতুন খাল খননের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তবে ৩০০ মিটার প্রস্থ, ২১ মিটার গভীর এবং ৪৫ কিলোমিটার লম্বা এই খাল তুরস্কের অর্থনীতিতে ব্যাপক গতি নিয়ে আসবে। শনিবার (২৬ জুন) এরদোগান এই ঘোষণা দেন। এর আগে, বিখ্যাত অটোমান সুলতান প্রথম প্রস্তাব করেন একটি খাল খননের যা মারমারা সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করবে। কিন্তু সেই খালের রুট ছিল আজকের রুট থেকে পুরাই ভিন্ন একটি জায়গায়। এখন ইস্তাম্বুলের ইউরোপিয়ান সাইডে খাল খননের প্লান করা হচ্ছে আর তখনকার প্লানে ছিল ইস্তাম্বুলের এশিয়ান সাইডে। উদ্দেশ্যও ছিল ভিন্ন। কিন্তু ফলাফল একই। মারমারা এবং কৃষ্ণ সাগরকে খাল কেটে যুক্ত করা। পরে অবশ্য সে প্রকল্প আলোর মুখ দেখেনি।