কক্সবাজার শহরে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের জেলা বিএনপির কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ২০০ গজ দূরত্ব জুড়ে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান। তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশর ডাক দেয় জেলা বিএনপি। অন্যদিকে মাত্র ৩০ গজ দূরে শহীদ দৌলত ময়দানে এ মেয়াদে বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বিজয় উৎসব করার ঘোষণা দেয় জেলা যুবলীগ। মুখোমুখি দুটি সমাবেশ ঘিরে দেখা দেয় দুপক্ষের চরম উত্তেজনা। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকাল থেকে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান আরো বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। জেলা বিএনপি নেতারা জানান, সমাবেশ বাস্তবায়ন করতে সকল ধরনের প্রস্ততি শেষ করেছেন তারা। দলের পক্ষে থেকে বলা হয়েছে যেকোনো মূল্যে সমাবেশ সফল করবেন তারা। জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করার সব প্রস্তুতি শেষ করার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সিদ্ধান্ত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা মেনে নেবে না বলে জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জেলা যুবলীগের বিজয় উৎসব কর্মসূচী। কিন্তু ঘোষণা অনুসারে অনুষ্ঠান আয়োজনে তেমন তৎপরতা নেই। সংগঠনটির নেতাকর্মীদেরও দেখা যায়নি। এ ব্যাপারে সংগঠনের শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।