করোনা ভাইরাসের কারণে দফায় দফায় বন্ধ ছিল রোস্তোরাঁ। ফলে ক্ষতি হয়েছে ব্যবসার। এবারও রেস্তোরাঁ খোলা থাকলেও ভিতরে বসে খাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। ফলে রেস্তোরাঁ ব্যবসায় সুদিন ফিরিয়ে আনতে এবার ভ্যাট কমানো হয়েছে। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত ফাস্ট ফুডের দোকান, রেস্তোরাঁয় প্রতি ১০০ টাকার খাবারে ১৫ টাকা ভ্যাট কেটে রাখা হয়। আগামী পয়লা জুলাই থেকে এ ধরনের ফাস্ট ফুডের দোকান ও রেস্তোরাঁয় ১০ টাকা ভ্যাট কাটা হবে। একইভাবে নন–এসি রেস্তোরাঁ বা ফাস্ট ফুডের দোকানে বর্তমানে সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হয়। এখন থেকে তা দিতে হবে ৫ শতাংশ। এতে গ্রাহকের খাবারের খরচ কিছুটা হলেও কমবে। মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১ সালের অর্থবিল পাসের সময় এই সংশোধনী আনা হয়েছে। এনবিআর বলেছে, করোনার কারনে এক বছর ধরে রেস্তোরাঁ ব্যবসা খারাপ যাচ্ছে। তাই ব্যবসায়ী ও ভোক্তাদের কথা বিবেচনা করে ভ্যাট কমানো হয়েছে। তথ্যসূত্রঃ সময় টিভি