কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পের একটি ব্লকের কয়েকশ' ঘর পুড়ে গেছে। সোমবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৪টা পর্যন্ত কয়েকশ ঘর পুড়ে গেছে। কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান বলেন, কুতুপালং আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের দল। পাশের ব্লক থেকে লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে। রোহিঙ্গা নেতা মো. রফিক জানান, বিকেলের দিকে আগুন লাগে এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর শুনেছি। আগুন নেভানোর চেষ্টা চলছে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, উখিয়া কুতুপালং ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় লোকজন কাজ করছেন।