2030 সালে ওয়াজ মাহফিলে আমরা আলেমা আল্লামা ও শাইখুল হাদীস হিজড়া ওয়ায়েজ বা ওয়ায়েজা পেতে পারি- এমন সম্ভাবনা দেখা যাচ্ছে৷ হিজড়া ভাই বোনেরা শিক্ষাবোর্ডের পরীক্ষায় অংশ নিয়ে সনদও হাসিল করবেন৷কওমী মাদরাসায় আবাসনে হিজড়াদের স্থান হলেও তাজ্জবের কিছু থাকবে না৷ হিজড়া যদি ইমাম হতে চায় তাহলে তো নিষেধ করবে কে? কারন সাধারণত মাদরাসা শিক্ষার্থীদের কর্মস্থল মসজিদ ও মাদরাসায়৷ হিজড়ারা পৃথক মাদরাসার পরিচালকও হতে পারেন৷ তহসিল বা কালেকশনও করতে পারেন৷ আরও জটিল কিছু সমস্যা হতে পারে৷ যারা তৃতীয় লিঙ্গের মাদরাসা করছেন তাদের নিয়ত হয়তো ভালো৷ চমকও রয়েছে৷ মিডিয়ায় কভারেজও রয়েছে৷ দেখাদেখি অন্যরাও উৎসাহ পেয়ে হিজড়া মাদরাসা করতে পারেন৷ তখন কি কেউ নিষেধ করতে পারবেন? ঢাকা, সিলেট ও ময়মনসিংহে তিনটি তৃতীয় লিঙ্গের মাদরাসা হয়েছে আপাতত৷ হয়তো হবে জেলায় জেলায়৷ হয়তো এর জন্য কালেকশনও শুরু হবে৷ মাদরাসা তালেবে ইলমদের মতো হিজরা ভাই বোনরাও যদি কালেকশন বা তহসিলের কুপন নিয়ে কালেকশন করেন তাহলে কে ফিরাবে? এই তৃতীয় লিঙ্গের মাদরাসা যদি ব্রাক, আশা কারিতাস, ওয়াল্ড ভিশন শুরু করতো তাহলে এই দেশে ইসলামপন্থীরা মিটিং মিছিল সমাবেশ লংমার্চ করতেন কি না! যেহেতু ইসলামী লেবাসের লোকজন করছেন তারা নারী না পুরুষ না খুনছায়ে মুশকিলা তা নিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে না৷ আমরা হিজড়াদের পৃথক কোনো স্কুল, কলেজ দেখছি না৷ থাকতেও পারে ; তবে আমি জানি না৷ হঠাৎ জেলায় জেলায় তৃতীয় লিঙ্গের মাদরাসার বিষয়টি উপলব্ধি করতে পারছি না৷ রাষ্ট্র ও সরকারের দায়িত্ব রয়েছে নাগরিকদের প্রতি৷ তৃতীয় লিঙ্গের অধিকার সংরক্ষণ থাকবে এটা স্বাভাবিক৷ তাদেরকে অবমাননা করারও কারোর অধিকার নেই; কিন্তু হিজড়াদের নামে পৃথক মাদরাসা তাও আবার কওমী ধারার মাদরাসা কেন করতে হচ্ছে তাও আবার কে পুরষ, কে নারী কে খুনছা তা পৃথক না করে যৌথ মাদরাসা কেন করা হচ্ছে তা বোঝার ক্ষমতা আমার নেই৷ একটি প্রশ্ন করি, আপনার ছেলে কওমী মাদরাসায় পড়ে৷ তিন ধরনের তিন হিজড়া তাদের অধিকারের দাবিতেই সরকারী স্বীকৃত কওমী সনদ হাসিলের জন্য আবাসিক ভর্তি হলো , আপনি কি আপনার ছেলেকে এই আবাসিক পরিবেশে রাখবেন? রাখতেই পারেন বা রাখবেন না৷ যদি রাখেন তাহলে আবাসিক পরিবেশটা কেমন হবে একটু ভাবতে থাকুন৷ কওমী মাদরাসা নিয়ে লেখালেখি থেকে বিরত থাকি ইদানিং৷ নানা ধারা, ধরণ, চমক, সংস্কার হচ্ছে কওমীর৷ হোক তবে যেহেতু কওমীতে পড়েছি তাই চিন্তা করি আমাদের চিন্তা প্রসারিত হয়ে কি তৃতীয় লিঙ্গের জন্য পৃথক মাদরাসা পর্যন্ত উন্নতি হলো! তৃতীয় লিঙ্গের মাদরাসা বা হিজড়া মাদরাসায় হিজাব, শরঈ পর্দা রক্ষা না করে এইভাবে মাদরাসা হতে থাকলে অপেক্ষা করতে পারি 2030 পর্যন্ত৷ আমাদের ওয়াজ মাহফিলে দেড় ইঞ্চি বক্তা দিয়ে সার্কাস করতে হবে না৷ সেই মঞ্চে আমরা পাবো…৷ এই লেখায় তৃতীয় লিঙ্গের শিক্ষার বিরুদ্ধে নয়৷ তাদের শিক্ষা শেষে কী হবে তা না ভেবে বা অগভীরভাবে চিন্তা তরে জেলায় জেলায় তৃতীয় লিঙ্গের মাদরাসার জযবা করার বিষয় নিয়ে মাথায় খটকা লাগছে তাই৷ মহিলা মাদরাসায় তৃতীয় লিঙ্গের বর্তমান মাদরাসা থেকে শিক্ষার্থী ভর্তি হলে আরেকটি বিপ্লব হতেই পারে মহিলা মাদারায়৷ দেশের মুফতী ও ফকীহগন ভাববেন এইসব বিষয় নিয়ে৷ নাও ভাবতে পারেন৷ কওমী মাদরাসা লাওয়ারিছ বা বেওয়ারিছ মনে হয় মাঝে মাঝে৷ যার যা মন চায় তাই তো করা যায়! আদর্শিক ভিত্তি নডবড়ে হলে যা হয়৷ কওমী মাদরাসার নামে তৃতীয় লিঙ্গের মাদরাসা করলে বেফাক ও হাইআ বা দেওবন্দ থেকে একটি সম্মিলিত চিন্তার পর করা উচিৎ কি না তাও একটি বিষয়৷ আল্লাহর মাখলুক নিয়ে এই লেখায় অবমাননা থাকলে মাফি চাইছি তবে হিজড়া মাদরাসা নিয়ে আমার চিন্তা বা ভাবনা তৃতীয় পর্যায়ে হতেই পারে৷ যারা করছেন তাদের সাথেও কথা বলে আগামীতে আমি এ নিয়ে চিন্তার সংশোধন করতেই পারি৷ আপাতত জযবা সীমিত হোক এই আবেদন বা নিবেদন রাখলাম যারা হিজড়া মাদরাসা করছেন কাদের প্রতি৷