স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা ভাইরাসের টিকা আসার পর বিভিন্ন ধরনের গুজব তৈরি হয়। কিন্তু সেই গুজব প্রতিরোধ করে এখন সবাই উৎসাহের সঙ্গে টিকা নিচ্ছেন। প্রতিদিনই টিকা কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে। সোমবার দুপুরে টিকা নেওয়ার পর এ কথা বলেন তিনি। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের রাজারবাগ টিকা কেন্দ্রে প্রথম ধাপের টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ করোনা ভাইরাসের টিকা নেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি নিজে টিকা নিয়েছি, সবাই টিকা নিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও কমে এসেছে।’ করোনা পরিস্থিতি প্রতিরোধে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় পুলিশ ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে। করোনার প্রাথমিক পর্যায়ে অনেকে আতঙ্কিত হলেও পুলিশ আতঙ্কিত হয়নি। করোনা মোকাবিলায় প্রস্তুতি ছিল না। তবে পুলিশপ্রধান সেই পরিস্থিতি মোকাবিলায় সঠিকভাবে হাল ধরেন।’ এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।