দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সরকারি-সেরকারি খাতের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সর্বত্র দুর্নীতি। এ দুর্নীতি থামাতে হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুদকের গত ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার পর সোমবার ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। রোববার কমিশন রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদনটি জমা দেন। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে ওয়েবিনারে যুক্ত হন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ও ড. মোজাম্মেল হক খান। দুদক চেয়ারম্যান বলেন, 'দুর্নীতি থামাতে জনগণের সোচ্চার আন্দোলন দরকার। এক্ষেত্রে সরকার, সুশীল সমাজ, এনজিও, দুদক- কেউই জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি। সবাই জনগণ থেকে বিচ্ছিন্ন। দুর্নীতি দমন ও প্রতিরোধে যে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার সেটা কবে জেগে উঠবে- এটা দীর্ঘ সময় ধরে একটি প্রশ্ন হয়েই আছে।'